যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়ল জয়া আহসান অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় মাত্র ৩ দিনে প্রায় অর্ধশত সিনেমা হলে এটি মুক্তি পেয়েছে। আর প্রথম দিনের আয় ১১১০০ ডলার। এর আগে, কলকাতার কোনো সিনেমা এত অল্প সময়ে এই গ্রস কালেকশন করতে পারেনি।

সিনেমার বিপণন প্রতিষ্ঠান বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘একটা ভালো গল্পের ছবি সবসময় দর্শকদের মন জয় করে। সেক্ষেত্রে “ডিয়ার মা” দেখার পর একজন দর্শকও মুগ্ধতা ছাড়া কথা বলেননি।

এটাই অনিরুদ্ধ রায়ের ছবির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আর আমি মনে করি বাংলা ভাষার যে কোনো ছবির সাফল্য মানে বাংলা নিয়ে কাজ করা প্রতিটি শিল্পীর জয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *