
প্রতিটি দিন
লীনা সুলতানা।
প্রতিটি দিন ভোর বেলাতে
গরম কাপটি হাতে
ভোর এসে কানে কানে বলে আমায়
চলো বেরিয়ে পড়ি
কোন এক দূর অজানা দেশে।
আসছি বলে যেই যাই
রাখতে কাপটি ধুয়ে
অমনি হাজার কাজের ভিড়ে
ভোরকে ফেলি খুঁয়ে।
নানা কাজে কখন যেনো
দুপুর গড়িয়ে বিকেল নামে সাঁঝে,
অস্ত বরির বিদায় বেলা
হঠাৎ তখন নিজেকে পাই খুঁজে
এরই মাঝে ভোর হয়ে যায় মিছে।
ভোরের কথা পড়তে মনে কানটি নেই মুলে
কাল ভোরে আর হবেনা ভুল
মনের কাছে শপথ করি এই কথাটি বলে।
আবারও ভুল, আবারও ভুল,
ভুলে ভুলে জীবন যাচ্ছে চলে।
ইচ্ছে গুলো বুকের মাঝে একটু একটু মরে
হয়না আর বেরিয়ে পড়া ভোরের হাতটি ধরে।